ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্ব আলোকচিত্র দিবসে আলোকচিত্রীদের আড্ডা ‘স্টোরি বিহাইন্ড দ্য আর্টিস্ট’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
বিশ্ব আলোকচিত্র দিবসে আলোকচিত্রীদের আড্ডা ‘স্টোরি বিহাইন্ড দ্য আর্টিস্ট’

চট্টগ্রাম: বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ফটো এরিনা বাংলাদেশ এর উদ্যোগে ‘স্টোরি বিহাইন্ড দ্য আর্টিস্ট’ শীর্ষক এক ফটোগ্রাফি আলাপচারিতার আয়োজন করা হয়েছে।  

শুক্রবার (১৯ আগস্ট) নগরের জামালখান ‘ওয়ান্স অন প্লাটফর্ম’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আলাপচারিতায় আলোকচিত্রী হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জান্তিক পুরস্কারপ্রাপ্ত আর্ট ও ডকুমেন্টারী ফটোগ্রাফার ইব্রাহিম মোহাম্মদ ইকবাল।  

এসময় তিনি, ফটোগ্রাফির পিছনের বিভিন্ন গল্প আলোকচিত্রীদের সঙ্গে শেয়ার করেন।

এছাড়া উপস্থিত ফটোগ্রাফারদের ফটোগ্রাফি বিষয়ক নানান প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষক।

আয়োজকরা জানান, আলোকচিত্র শিক্ষা ও প্রসারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আলোকচিত্রের আরো বিভিন্ন দিক নিয়ে নতুন নতুন প্রদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।