ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আজ চবির ভর্তি পরীক্ষার শেষ দিন, পরীক্ষার্থী ৩ হাজার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
আজ চবির ভর্তি পরীক্ষার শেষ দিন, পরীক্ষার্থী ৩ হাজার ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দুই উপ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষ হবে আজ। কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে  অনুষ্ঠিত হবে ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা।

বুধবার (২৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন ভর্তি পরীক্ষার্থীরা।

‘বি-১’ উপ-ইউনিটে ১২৫ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ১ হাজার ৫৭৯ জন।

‘ডি-১’ উপ-ইউনিটে ৩০ আসনের জন্য অংশ নেবেন ১ হাজার ৮১১ জন।  

‘বি-১’ উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা ১ শিফটেই অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। এছাড়া ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।