ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও মানুষের হৃদয়েই তাঁর স্থায়ী আসন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
‘ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও মানুষের হৃদয়েই তাঁর স্থায়ী আসন’ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন শওকত বাঙালিসহ উপজেলা নেতৃবৃন্দ।

চট্টগ্রাম: ত্যাগ, দৃঢ় প্রত্যয়, নেতৃত্বগুণ- একজন রাজনীতিক হিসেবে এর সবক’টির সম্মিলন জাতি দেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে। যা সহজেই তাঁকে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতার মর্যাদায় আসীন করেছে।

ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্থায়ী আসন দেশের আপামর মানুষের হৃদয়ে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত বাঙালি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ধানমণ্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। কিন্তু স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্রবিরোধী চক্র এখনো নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যবদ্ধতার বিকল্প নেই।

রোববার (২৮ আগস্ট) বিকেলে বাঁশখালী ডিগ্রি কলেজের হলরুমে সংগঠনের বাঁশখালী উপজেলা কমিটির আহ্বায়ক লায়ন শেখর দত্তের সভাপতিত্বে ও সদস্য সচিব আজমীরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সাহাব উদ্দীন, বাঁশখালী শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রণব সিকদার, সংগঠনের উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম বদি, সদস্য তাজুল ইসলাম, মো. লোকমান, সাদেক আলী, মো. জিহান, নাজিম, সাইমুন, মো. মিনহাজ উদ্দিন, মো. সানজিদুল আবেদীন রাকিব, মো. ফাহাদ আহমেদ, মো. নুরুল ইসলাম, মো. মিজবাহ উদ্দিন, মো. ফয়সাল, আজাদুল ইসলাম, এ কে খান, লিমন, জিসাদ, লিটন, আরাফাত, কেয়াস, মোরশেদ, সাগর, মিসবাহ, মুনজুর, আইনুল, মো. বাবু, জালাল, মহিউদ্দিন, মো. অভি, সাইফুল, আক্কাস, তানভীর, এহেছান, রাফি, মোবারক, রিয়াদ, হেলাল, তারেক প্রমুখ।

আলোচনা সভার পূর্বে নেতৃবৃন্দ স্থানীয় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।