ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হেফাজতের সহিংসতার মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা শ্যোন অ্যারেস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
হেফাজতের সহিংসতার মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা শ্যোন অ্যারেস্ট আ ন ম শামসুল ইসলাম

চট্টগ্রাম: হাটহাজারীতে ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় পুলিশের করা দুই মামলায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়া ইকবালের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানির সময় আদালতে আ ন ম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ।

তিনি বলেন, হেফাজতে ইসলাম হাটহাজারীতে সংঘর্ষ, মাদ্রাসার ছাত্ররা হাটহাজারীর থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় শামসুল ইসলাম জড়িত ছিলেন এমন তথ্য ছিল। পুলিশের করা দুই মামলায় আ ন ম শামসুল ইসলামকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে হাটহাজারী থানা পুলিশ। আদালত উভয়পক্ষের শুনানি শেষে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ২০৯০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।