ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, অক্টোবর ১, ২০২২
কর্ণফুলীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানার পুলিশ।  

মো. বাহারুল আলম বাহার (৬২) নামের ওই ব্যবসায়ী চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক।

 

তিনি ভোলার দৌলতখান এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শাহ আমানত সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।

তিনি বলেন, স্থানীয়রা সকালে মরদেহ ভাসতে দেখে খবর দেয়। শাহ আমানত সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ২টায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরার জন্য সদরঘাটে গিয়ে সাম্পানে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করে নৌ-পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীরাও তল্লাশি চালায়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।