ঢাকা, মঙ্গলবার, ৬ কার্তিক ১৪৩১, ২২ অক্টোবর ২০২৪, ১৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাথা গোঁজার ঠাঁই পেলেন বিধবা আসমা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
মাথা গোঁজার ঠাঁই পেলেন বিধবা আসমা 

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের ব্যক্তিগত অর্থায়নে ঘর উপহার পেলেন ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের বিধবা  আসমা খাতুন।

দীর্ঘদিনের জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী ঘরে বসবাস করছিলেন বিধবা আসমা খাতুন।

এমন খবর পেয়ে এমপি দিদারুল আলম নিজে সরজমিনে আসমা খাতুনের বাড়িতে যান এবং বসবাসের জন্য একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অবশেষে শনিবার (১৫ অক্টোবর) নতুন ঘরের চাবি তুলে দেন আসমা খাতুনের হাতে।
 

এসময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বদিউল আলম, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।