ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় বাস চালকসহ ৪ জনের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
মাদক মামলায় বাস চালকসহ ৪ জনের কারাদণ্ড 

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় রিলাক্স পরিহনের চালক, সুপারভাইজার, হেলপার ও সহযোগীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (৩০ অক্টোবর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

রায়ের সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে এই তথ্য জানিয়েছেন।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানার দক্ষিণ গাজীপুর এলাকার কাজী মেজবাহ উদ্দিনের ছেলে বাসচালক কাজী শিশির আহম্মেদ, ঝালকাঠি জেলার সদর থানার সুগন্দিয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ও বাসের সুপারভাইজার মো. সোহেল, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আমিরাবাদ এলাকার আব্দুল সাত্তারের ছেলে হেলপার মো. আষাঢ় ও কক্সবাজার জেলার সদর থানার ঝিলংজা এলাকার মো. ইসমাইলের ছেলে  সহযোগী মো. রুবেল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ নভেম্বর নগরের চান্দগাঁও থানার যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে রিল্যাক্স পরিহনের একটি বাস থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব-৭। এসময় বাস চালক কাজী শিশির আহম্মেদ, সুপারভাইজার মো. সোহেল খাঁন ও হেলপার মো. আষাঢ় প্রকাশ বোরহানকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ নগরের চান্দগাঁও ক্যাম্পের নায়েব সুবেদার সুকুমার চন্দ্র রায় চান্দঁগাও থানায় মামলা করেন। ২০২০ সালের ২ নভেম্বর মামলাটি আদালতে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।  

বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় বাস চালক কাজী শিশির আহম্মেদ ও সুপারভাইজার মো. সোহেলকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং বাসের হেলপার মো. আষাঢ় ও সহযোগী মো. রুবেলকে  ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।