ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নুরুল আবছার নামের এক যুবককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২ নভেম্বর) দুপুরের দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি নাপোড়া ভিলেজার পাড়া ছড়া থেকে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়।

 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, নুরুল আবছারকে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  এছাড়াও ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে।

জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।