ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিডিএ পাবলিক স্কুলের শিক্ষক-কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
সিডিএ পাবলিক স্কুলের শিক্ষক-কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ দুদক

চট্টগ্রাম: নগরের চান্দঁগাও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনিয়ম-দুর্নীতির দীর্ঘদিন যাবত অভিযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান ও ৪-৫ জন শিক্ষক ও কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ নভেম্বর) সকালে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর একটি টিম এ জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর ইনচার্জ দুদকের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বাংলানিউজকে বলেন, আমাদের কাছে আগে থেকে  সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনিয়ম-দুর্নীতির বিষয়ে অভিযোগ ছিল।

সেটা সরেজমিন অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করা জন্য গিয়েছিলাম। সেখানে ৪-৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।