ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগের প্রস্তুতি সভাকে ঘিরে চট্টগ্রামে হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
যুবলীগের প্রস্তুতি সভাকে ঘিরে চট্টগ্রামে হাতাহাতি চট্টগ্রাম প্রেস ক্লাবের নিচতলার সিঁড়িতে যুবলীগের দুই গ্রুপের হাতাহাতি।

চট্টগ্রাম: কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের প্রস্তুতি সভা চলাকালীন আধিপত্য বিস্তার ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

 

যুবলীগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের যৌথ সমন্বয় সভার আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগ। সমন্বয় সভায় যোগ দেন তিন ইউনিটের নেতা ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সভা চলাকালীন নিচে পক্ষে, বিপক্ষে স্লােগান দেওয়াকে ঘিরে হাতাহাতিতে জড়িয়ে যান তারা। নেতাকর্মীদের অভিযোগ চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী তারা। দুজনেই চট্টগ্রাম নগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়াতে অন্তর্কােন্দল আর আধিপত্য বিস্তার নিয়ে চলছে একের প্রতি অন্যের কাদা ছোড়াছুড়ি।

হাতাহাতির ঘটনার বিষয়ে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বাংলানিউজকে বলেন, ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। ষড়যন্ত্র করে আমাকে জড়ানো হচ্ছে।

হাতাহাতির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বাংলানিউজকে বলেন, স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আমাদের ছোট ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। কোনো ধরনের হতাহত হয়নি। সেটা সমাধান হয়ে গেছে।  

ঘটনার বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, ঘটনার বিষয়ে আমি শুনেছি। সেটা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, যুবলীগের প্রস্তুতি সভা চলাকালীন নিজেদের মধ্যে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা নিজেরা সেটা সমাধান করেছে। কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সেখানে যুবলীগের প্রস্তুতি সভার কারণে পর্যপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল।  

বাংলাদেশ সময়: ১৯০৫ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।