আগরতলা (ত্রিপুরা) : অল্পের জন্য রক্ষা পেল বড়মুড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রটি। বুধবার সন্ধ্যায় প্রকল্পের ভেতরে জঙ্গলে আগুন লাগায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হয়েছিল।
রাজধানী আগরতলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বড়মুড়া পাহাড়ে রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি চলে প্রাকৃতিক গ্যাসের ওপর ভিত্তি করে।
বুধবার সন্ধ্যার পর প্রকল্পের ভেতরে আগুন ধরে যায়। তবে যন্ত্রপাতিতে নয়, প্রকল্পের ভেতর জঙ্গলে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বছরের এ সময় রাজ্যের পাহাড়ের বিভিন্ন জায়গায় আগুন লাগে শুকনো পাতায়। মনে করা হচ্ছে শুকনো পাতা থেকে আগুন প্রথম ছড়িয়েছে। যেখানে আগুন লাগে তার থেকে খুব কাছাকাছি এলাকায় রয়েছে বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটগুলো।
বড়মুড়ার এই প্রকল্পে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিভিন্ন জায়গা থেকে অগ্নি নির্বাপক কর্মীরা গিয়ে আগুন আয়ত্বে আনেন।
বাংলাদেশ সময় : ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর