ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় কাগজের বাক্স তৈরির কারখানায় আগুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২
কলকাতায় কাগজের বাক্স তৈরির কারখানায় আগুন

কলকাতা: দক্ষিণ কলকাতার বেহালার চন্ডিতলার রায়বাহাদুর রায় রোডে রোববার একটি কাগজের বাক্স তৈরির কারখানায় আগুন লাগে।

আগুনের খবর পেয়ে দমকলের ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে।

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সোয়া ১২ নাগাদ কারখানাটিতে আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসীন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ছুটে আসে। পরে আরো ৩টি ইঞ্জিন যোগ দেয়।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও দমকলমন্ত্রী জাভেদ খান।

জানা গিয়েছে, কারাখানাটিতে প্রচুর দাহ্য রাসায়নিক বস্তু জমা ছিল। তাতেই আগুন লেগে যায়। কারখানাটির পাশে জনবসতি থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শটসার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে এখনও পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর নেই।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।