ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় রেল ভাড়া বাড়লো

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২

নয়াদিল্লি: ভারতীয় রেলে শীততাপ নিয়ন্ত্রিত(এসি) প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বর্ধিত ভাড়া রোববার থেকে কার্যকর হল।

সেই অনুযায়ী এসি প্রথম শ্রেণীতে প্রতি কিলোমিটারে ৩০ পয়সা, দ্বিতীয় শ্রেণীতে ২০ পয়সা ও তৃতীয় শ্রেণীতে ১০ পয়সা বাড়ছে।

সেই সঙ্গে এদিন থেকেই প্লাটফর্ম টিকেটের দাম ৩ রুপি থেকে বৃদ্ধি পেয়ে ৫ রুপি হয়েছে।

রেল সূত্রের খবর, যারা ইতিমধ্যেই ১ এপ্রিল বা তার পরের টিকিট কেটে নিয়েছেন, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া টিকিট পরীক্ষক নিয়ে নেবেন। নতুন এই ভাড়ার তালিকা ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে লাগিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতের রেলমন্ত্রী থাকাকালীন দীনেশ ত্রিবেদী রেলের সব শ্রেণীতে যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিলেন। কিন্তু এতে সায় দেয়নি তার দল তৃণমূল। এরপরই দলের চাপে রেলমন্ত্রী থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী।

পরে রেলমন্ত্রীর দায়িত্ব নিয়ে মুকুল রায় বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নেয়। কেবলমাত্র বর্ধিত ভাড়া চালু থাকে উচ্চশ্রেণীতে। এর ফলে আগামী অর্থবর্ষে রেলের অতিরিক্ত ৪০০ কোটি টাকা আয় হবে বলে রেল মন্ত্রকের দাবি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।