ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জুমের আগুনে পুড়ে গেছে ৭টি বাড়ি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা): জুমের আগুনে পুড়ে গেছে ৭টি বাড়ি। সোমবার রাতে আগরতলার ছামনু এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।



বছরের এ সময় ত্রিপুরার পাহাড়ে আগুন দেন উপজাতিরা। আগুন দিয়ে নষ্ট করা হয় গাছপালা। এরপর সেই পাহাড়ে করা হয় চাষ। যুগ যুগ ধরে উপজাতি সম্প্রদায়ের মানুষ এই পদ্ধতিতে চাষ করে আসছেন। আর এটিই জুম চাষ নামে পরিচিত।

সোমবার রাতে জুমের পাহাড়ে লাগানো এমনই একটি আগুন থেকে পুড়ে যায় ৭টি বাড়ি। এতে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আপাতত আশ্রয় নিয়েছে একটি স্কুল বাড়িতে।

সরকারের পক্ষ থেকে পরিবারগুলোকে সাহায্য দেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার রাতে প্রশাসনের উদ্যোগে তাদের খাবারের ব্যবস্থাও করা হয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।