ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইমামদের জন্য আড়াই হাজার রুপি করে ভাতা ঘোষণা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২
ইমামদের জন্য আড়াই হাজার রুপি করে ভাতা ঘোষণা মমতার

কলকাতা: রাজ্যের বিভিন্ন মসজিদের কয়েক হাজার ইমাম নিয়ে মঙ্গলবার সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ মন্ত্রীসভার সদস্য ফিরহাদ হাকিম, অমিত মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।



সম্মেলনে মুখ্যমন্ত্রী ইমামদের জন্য রাজ্যের ওয়াকফ বোর্ডের মাধ্যমে আড়াই হাজার রুপি করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা দেন।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ইমামদের সঙ্গে এক আলোচনাসভায় বর্তমান রেলমন্ত্রী মুকুল রায় জানান, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে ইমামদের বিভিন্ন বিষয়ে সুবিধা দেওয়া হবে।

ওই নির্বাচনে সংখ্যালঘু মুসলিম ভোটের বেশিরভাগটাই তৃণমূলের দিকে গেছে বলে রাজনৈতিক মহলের ধারনা।

ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের এই সমর্থন আসন্ন পঞ্চায়েত ভোটে নিজেদের দিকে ধরে রাখার চেষ্টা হিসেবেই ইমামদের এই সম্মেলন বলে রাজনৈতিক মহলের ধারনা।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২

আরডি
সম্পাদনা : রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।