ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিলামে গান্ধীর রক্তমাখা মাটি, ঘাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২
নিলামে গান্ধীর রক্তমাখা মাটি, ঘাস

ঢাকা: ভারতের অহিংস আন্দোলনের নেতা ও জাতির জনক মহাত্মা গান্ধী ওরফে বাপু’র ব্যবহৃত দুর্লভ নানান সামগ্রী, চিঠি বা তার বিথ্যাত চরকা দুর্লভ স্মারক হিসেবে অনেক আগেই স্থান পেয়েছে বিভিন্ন দেশের জাদুঘরে।

তবে তাকে যেখানে হত্যা করা হয় সে স্থানের রক্তমাখা মাটি ও ঘাসের নমুনা সম্প্রতি নিলামে চড়ানোর ঘোষণা দিয়েছে পশ্চিম ইংল্যান্ডের নিলামকারী প্রতিষ্ঠান মুল্লক’স।

প্রতিষ্ঠানটির ধারণা গান্ধীর রক্তমাখা ওই মাটি ও ঘাসের দাম উঠবে ১০ থেকে ১৫ হাজার ডলার।

প্রতিষ্ঠানটি বলেছে, গান্ধীর রক্তমাখা মাটি এবং ঘাস যে একেবারে আসল সে সম্পর্কে তারা নিশ্চিত। ১৯৪৮ সালে ওই মাটির নমুনা সংগ্রহকারী পিপি নাম্বিয়ারের একটি চিঠির প্রসঙ্গ উল্লেখ করে মুল্লক’স জানায়, নাম্বিয়ারের দেওয়া নমুনার সঙ্গে হত্যাকাণ্ডের স্থানের মাটির নমুনা মিলিয়ে দেখা হয়েছে।

এ বিষয়ে নাম্বিয়োরের বক্তব্য- গান্ধীকে হত্যা করার স্থানে তিনি তার এক ফোটা রক্ত পড়তে দেখেন। তিনি সে জায়গার কিছু ঘাস কেটে নেন এবং রক্তমাখা দুই চিমটি মাটি নিয়ে পাশেই কুড়িয়ে পাওয়া একটি হিন্দি খবরের কাগজের পাতায় মুড়ে রাখেন।
তবে নিলামকারী প্রতিষ্ঠানটির ঐতিহাসিক প্রমাণ ও দলিল বিশেষজ্ঞ রিচার্ড ওয়েস্টউড ব্রুকস বলেন, এ ধরনের ঐতিহাসিক জিনিষ আসলেই নির্ভেজাল কি না তা প্রমাণ করা সবসময় কঠিন।

ওয়েস্টউড আরও বলেন, আমি এই নমুনা সংগ্রহকারী পিপি নাম্বিয়ারের একটি চিঠি পাই। এছাড়া আমি তার প্রকাশিত একটি বইয়ের পাতাও পেয়েছি যেখানে কিভাবে তিনি এই মাটি সংগ্রহ করলেন তার বর্ণনা দেওয়া আছে। আমি এতে সন্দেহজনক কিছু দেখিনি।  

এছাড়া তিনি পশ্চিম ইংল্যান্ডের গ্লোকেস্টারে তৈরি একটি চশমার কথা বলেন যা সম্ভবত গান্ধী ব্যবহার করতেন। এটির প্রস্তুতকাল ১৮৯১ সাল। গান্ধীজীর বিখ্যাত স্টিল রিমের চশমার মত দেখতে ওই চশমাটি। ওয়েস্টউডের মতে, ওই সময়টায় গান্ধী ইংল্যান্ডে আইন পড়ছিলেন। সুতরাং সে সূত্রে চশমাটি তার। নিলামে এটির দামও ১০ থেকে ১৫ হাজার ডলার হবে বলে ধারণা করছে নিলামকারীরা।

এছাড়া প্রতিষ্ঠানটির সংগ্রহে রয়েছে গান্ধীর চিঠি, ধর্মীয় বইসহ বেশ কিছু দামি জিনিষ। নিলামে এসব দুর্লভ স্মারকের মূল্য ৮০ হাজার থেকে ১ লাখ ডলার উঠতে পারে বলে তাদের ধারণা।  

আগামী ১৭ এপ্রিল নিলামকারী প্রতিষ্ঠান মুল্লক’স এর পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত অফিসে এই নিলাম অনুষ্ঠিত হবে।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি চরমপন্থী সংগঠন হিন্দু মহাসভার অনুসারী নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর/ আহ্সান কবীর, আউটপুট এডিটর    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।