ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিলেবাস থেকে মার্কসবাদ, রুশ বিপ্লব বাদ!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১২

কলকাতা: রাজ্যে পরিবর্তনের জেরে এবার সম্ভবত ইতিহাসের পাঠ্য বইতেও পরিবর্তন ঘটতে চলেছে। দীর্ঘ ৩৪ বছর পর ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (সিপিএম) নেতৃত্বাধীন জোট ক্ষমতাচ্যুত হওয়ার পর সম্ভবত উচ্চ মাধ্যমিকে ইতিহাসের পাঠ্য বই থেকে বাদ পড়তে চলেছে মার্কসীয় তত্ত্ব ও রুশ বিপ্লব।



রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর স্কুল-কলেজের পাঠ্য বইয়ের সিলেবাস নিয়ে পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি নতুন সিলেবাস কমিটি গঠন করা হয়।

সেই কমিটি একটি খসড়া সিলেবাস তৈরি করেছে। সেই সিলেবাসে ইতিহাস বিষয়ে মার্কস ও এঙ্গেলসকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আগামী সপ্তাহেই এই খসড়া সিলেবাসটি মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। সিলেবাস কমিটির খসড়ায় মার্কস ও এঙ্গেলস বাদ পড়লেও রয়েছে লেনিনের প্রসঙ্গ।

তবে লেনিনের সঙ্গে ছাত্র-ছাত্রীদের পড়তে হবে হবসনের তত্ত্বও। চিনের রাজনৈতিক চিন্তাধারা থাকলে বিশ্বায়ন সেখানে কিভাবে প্রভাব ফেলেছে সেটাই তুলে ধরা হচ্ছে নতুন সিলেবাসে।

সিলেবাস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের সিলেবাসে রাজনৈতিক মুখ বেশি ছিল। এবার এটিকে নতুন মোড়কে তৈরি করা হচ্ছে। এবারে বিশ্বায়ন, গণতান্ত্রিক নবজাগরণ, দেশীয় ইতিহাস বেশি করে ঠাই পাচ্ছে।

আর গত বাম সরকারের আগের পর্যায় পর্যন্ত দেশীয় ঘটনার পরম্পরা একাদশ-দ্বাদশ শ্রেণীর সিলেবাসে স্থান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তাদের মতে, নতুন সিলেবাস থেকে ছাত্র-ছাত্রীরা বিশ্বের ইতিহাস সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবে।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।