কলকাতা: খোদ মহাকরণের ভেতরে অনশনে সামিল হলেন সরকারি কর্মচারীরা। মহাকরণের করিডোরে মুখ্যমন্ত্রীর কক্ষের একটু দূরে এই অনশন কর্মসূচি পালিত হচ্ছে।
২০ শতাংশ বকেয়া মহার্ঘভাতার দাবি, হরতালের দিন মাইনে ও ছুটি কাটার বিরোধীতাসহ বিভিন্ন বিষয় নিয়ে সরব কিছু কর্মী এই অনশন কর্মসূচিতে সামিল হয়েছেন।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘভাতা বাকি রয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ঘটায় এই মহার্ঘভাতা না পেয়ে তারা ভীষণ অসুবিধার মধ্যে পড়ছেন।
এছাড়া হরতালের দিন কাজে অনুপস্থিত না হওয়ার জন্য অমানবিকভাবে অনুপস্থিত কর্মচারীদের একদিনের বেতন কেটে নেওয়া হয়েছে ও ছুটি মঞ্জুর করা হয়নি। তাদের দাবি কেটে নেওয়া বেতন ও ছুটি ফেরত দিতে হবে এবং অবিলম্বে বকেয়া মহার্ঘভাতা দিতে হবে।
এই সব দাবি জানিয়ে তারা মুখ্যসচিবকে চিঠিও দিয়েছেন। তবে সরকারপক্ষ থেকে কোন সদুত্তর না পেয়ে তারা অনশনের কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর