ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হিলারির কলকাতা সফরকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ৪, ২০১২
হিলারির কলকাতা সফরকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা

কলকাতা : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার কলকাতায় আসছেন। তার এই সফরকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা এখন তুঙ্গে।



বৃহস্পতিবারই ক্লিনটনের সফর নিয়ে কথা বলতে মহাকরণে যান মার্কিন ভাইস কনসালের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল।

মহাকরণে মুখ্যমন্ত্রীর দফতর, মুখ্য সচিবের দফতর, কনফারেন্স রুম, ক্যান্টিনের নিচের অংশ, প্রবেশ ও বেরোনোর পথ ঘুরে দেখেন তারা। খতিয়ে দেখা হয় অগ্নিনির্বাপন ব্যবস্থাও।

হিলারির সফরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বৈঠকও করে কলকাতা পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, মার্কিন বিমানবাহিনীর বিশেষ বিমানে কলকাতায় আসছেন হিলারি ক্লিনটন। কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করা ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেতে পারেন মাদার হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সিআইআই-এ।

যে সিঁড়ি বেয়ে হিলারি মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছাবেন, তা নতুন রঙে সেজেছে। সেখানে বসানো হচ্ছে নতুন ফুলের টব। ধুয়ে-মুছে সাফ করা হচ্ছে মহাকরণের অলিন্দ। এমনকি স্থান সঙ্কুলান বাড়াতে মুখ্যমন্ত্রীর ঘর থেকে সরিয়ে ফেলা হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের জায়গা। বদলাচ্ছে ঘরের এলসিডি টিভি, ফ্যাক্স মেশিনও। মুখ্যমন্ত্রীর ঘরে বসার ব্যবস্থা রাখা হচ্ছে ১৮ জনের।

এদিকে, হিলারি ক্লিনটন কলকাতায় এলে তাকে কালো পতাকা দেখানোর হুমকি দিয়েছেন টিপু সুলতান মসজিদের শাহী ইমাম নুরুর রহমান বরকতি।

বাংলাদেশ সময় : ১৩২৫ ঘণ্টা, মে ০৪, ২০১২
আরডি/সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।