ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শাহাবুদ্দিনের চুরি যাওয়া ২টি চিত্রকর্ম দিল্লিতে উদ্ধার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ৫, ২০১২

নয়াদিল্লি:  কলকাতা থেকে চুরি যাওয়া বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দিনের ৪টি চিত্রকর্মের ২টি দিল্লির এক আর্ট গ্যালারি থেকে উদ্ধার করলো কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১-র সেপ্টেম্বর মাসে কলকাতার যতীন দাস রোডের আর্ট গ্যালারি থেকে শিল্পী শাহাবুদ্দিনের ৪টি চিত্র চুরি হওয়ার অভিযোগ করেন গ্যাঞ্জেস আর্ট গ্যালারির স্মিতা বাজোরিয়া।

যার আনুমানিক মূল্য ৩৯ লাখ রুপি।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই চিত্রগুলো চুরি করেছে গ্যাঞ্জেস আর্ট গ্যালারির এক কর্মী। তাকে গ্রেফতার করা হলে জেরার মুখে সে স্বীকার করে, দিল্লির এক আর্ট গ্যালারিতে চিত্রগুলো বিক্রি করা হয়েছে।

এরপরই গ্যাঞ্জেস আর্ট গ্যালারি থেকে দিল্লির ওই আর্ট গ্যালারিকে যোগাযোগ করে চিত্রগুলো ফেরত দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা জানায়, ওই কর্মী চিত্রকর্মগুলো সরাসরি শিল্পী শাহাবুদ্দিনের কাছ থেকে কিনে তাদের কাছে বিক্রি করেছেন। তাই তারা চিত্রগুলো ফেরত দেবেন না।

এদিকে শিল্পী শাহাবুদ্দিনও দিল্লির ওই আর্ট গ্যালারিকে জানান, তিনি তার চিত্র বিক্রি করেন নি।

এরপর কলকাতার লেক থানায় অভিযোগ করা হয়। তারপরই পুলিশ অভিযান চালিয়ে ২টি চিত্র উদ্ধার করে। অন্য ২টি চিত্র বিক্রি করা হয়েছে বলে জানা যায়। এ বাবদ তারা ১২ লাখ রুপি দিল্লির গ্যালারি ফেরত দেবে বলেও জানায়।

স্মিতা বাজোরিয়া জানিয়েছেন, ওই চিত্র ২টির দাম ২০ লাখ রুপি। তাছাড়াও চুরি করা চিত্র বাজারে বিক্রি করা আইনত অপরাধ।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মে ০৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।