ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে সড়ক নির্মাণে সাহায্য করবে কেন্দ্র সরকার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মে ৫, ২০১২

কলকাতা: সড়ক ও গ্রাম উন্নয়ন খাতে পশ্চিমবঙ্গের বরাদ্দ বাড়ানোর কথা জানালেন ভারতের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ।

শনিবার তিনি কলকাতার নবমহাকরণে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

এতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি।

তিনি বলেন, ‘রাজ্য সরকারের কাজে আমরা খুশি। ভারতে মাওবাদী অধ্যুষিত ১৭টি জেলার মধ্যে তিনটি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। সেগুলোর উন্নয়নের হয়েছে। ’

তিনি জানান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে সব সড়ক তৈরি করার অর্থ কেন্দ্র দেবে। এছাড়াও আরও সড়ক তৈরি করা যাবে।

এদিন মোট ১০ হাজার কিলোমিটার সড়ক তৈরি করার প্রস্তাব দেন তিনি।

জেলা পরিষদ তাদের প্রয়োজনীয়তার কথা রাজ্যসরকারকে জানাবে, তারপর সরকার কেন্দ্রীয় সরকারকে সেই রিপোর্ট দেবে। জঙ্গলমহলসহ পার্শ্ববর্তী এলাকায় চার হাজার কিলোমিটার রাস্তা তৈরির রিপোর্ট ২৪ জুনের মধ্যে জমা দিতে তিনি অনুরোধ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে।

আরও অন্য এলাকায় পাঁচ হাজার কিলোমিটারের সড়ক তৈরির রিপোর্ট অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। সেই সব দ্রুত কার্যকরি করাতে হবে জানান জয়রাম রমেশ।

সুব্রত মুখার্জি বলেন, তারা এই চ্যালেঞ্জ নিচ্ছেন। দ্রুত তারা রাজ্যে সড়ক নির্মাণের কাজ শেষ করবেন।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন প্রায় ছয় মাস এগিয়ে আনতে চায় রাজ্য সরকার। অনেক পঞ্চায়েত ও জেলা পরিষদ বামেদের দখলে থাকায় সরকার কাজ করতে পারছে না। তাই পঞ্চায়েত নির্বাচন আগে করা জরুরি বলে বর্তমান সরকার মনে করছেন। তার আগে কাজ দেখাতে হবে সরকারকে। সেইজন্য কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ০৫, ২০১২

আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।