ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার প্রতীকী ছবি

কলকাতা: ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে নয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নাবালক রয়েছে।

তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, বুধবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আসিঘড় আউটপোস্টের পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকার, ফকদারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৪ ফরেনাস আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তাদের।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন যতীনচন্দ্র রায় (৫৬), বাউলো রানি (৫৪), বালু চন্দ্র রায় (৪০), গোলাপি রানী (৩০), ঝরনা রানী (৩৪), সঞ্জীব রায় (১৯) ও নির্মল মজুমদার (৬০)।

কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের হরিদ্বারপুর দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। এরপর সেখান থেকে আসিঘড় আউটপোস্টের অধীন শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ধারে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পরে গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০২৫
ভিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।