কলকাতা: তিনি ছবি আঁকেন অবসর সময়। নয়াদিল্লিতে তার ছবি নিয়ে প্রর্দশনীও হয়েছিল গতবার।
শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচন কেন্দ্র করে এই মুহূর্তে ব্যাপক অর্থ সঙ্কটে তৃণমূল। এই অর্থ সঙ্কট থেকে রক্ষা করতে এবার আসরে নেমেছেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। তার নিজের আঁকা ছবি নিলামে বিক্রি করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।
সূত্রটি আরও জানিয়েছে, তৃণমূল দলের সাপ্তাহিক সংবাদপত্র জাগো বাংলার উদ্যোগে কলকাতায় এপ্রিলের প্রথম সপ্তাহে তারা আঁকা ছবি নিয়ে চিত্র প্রর্দশনী করে বিক্রি করা হবে। তার আঁকা অনেক ছবির মধ্যে কোনগুলি নিলামে তোলা হবে তা বাছাইয়ের কাজ নিজেই করছেন মমতা।
মমতার এ উদ্যোগ বিস্ময়ের সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। বামদলগুলি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ করে। বই বিক্রি বা রক্তদান করে অর্থ সংগ্রহের নজিরও রয়েছে তাদের। কিন্তু কোনো ডানপন্থী দল হয়ে তৃণমূল নেত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে অভিনব।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১