কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে কলকাতার দক্ষিণ প্রান্তে যখন আলোচনায় বসেছেন, তখন কলকাতার আরেক প্রান্তে দলীয় প্রার্থীদের সমর্থনে ৭ কিলোমিটার পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার বিকাল ৫টায় মমতার পদযাত্রা শুরু হয় মুসলমান প্রধান এলাকা কলকাতার রাজাবাজার থেকে।
ব্যাপক উৎসাহ নিয়ে পদযাত্রায় দলীয় নেতা-কর্মীদের পাশপাশি পা মেলান সাধারণ জনতাও।
রাজাবাজার থেকে শুরু হয়ে শিয়ালদহ, মৌলালি, মল্লিক বাজার, পার্ক সার্কাস, শামসুল হুদা রোড পরিক্রমা করে এ পদযাত্রা।
এ পর্বের পদযাত্রায় মমতা জনসংযোগ চালান ৫টি বিধান সভা কেন্দ্রে। এগুলো হচ্ছে-চৌরঙ্গি, বেলেঘাটা, এন্টালি, বালিগঞ্জ ও কসবা।
পদযাত্রায় মমতার সঙ্গে ছিলেন প্রার্থী পরেশ পাল, শিখা মিত্র, স্বর্ণকমল সাহা, সুব্রত মুখার্জি, জাভেদ খানসহ অন্যান্য তৃণমূল নেতারা। এ পদযাত্রায় কোনও মাইক ব্যবহার করা হয়নি।
তবে খালি কণ্ঠেই নেতা-নেত্রীরা এলাকায় এলাকায় তৃণমূল প্রার্থীদের জন্য সাধারণ মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চান।
এদিনের প্রচার ছিল মূলত মুসলমানদের জন্য।
মমতার জন্য একটি গাড়ির ব্যবস্থা করা হলেও তিনি গাড়িতে না চড়ে পুরো ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটেই প্রচারণা চালান।
এ সময় নেত্রীকে দেখতে সড়কের দু‘পাশে অসংখ্য মানুষ ভিড় করেন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১