ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ট্যাক্সি ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
কলকাতায় ট্যাক্সি ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পুলিশের অত্যাচার ও তাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে ধর্মঘট পালন করছে কলকাতার ট্যাক্সি চালক সংগঠন।

শুক্রবার শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে ট্যাক্সি চলাচল বন্ধ রাখে।


 
ধর্মঘটের ফলে দমদম বিমানবন্দর, হাওড়া এবং শিয়ালদা স্টেশনে আসা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ধর্মঘট ছাড়াও ট্যাক্সি চালকদের সংগঠন পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন ‘নবান্ন’ অভিযান চালাবে বলেও জানা গেছে।

এদিকে পরিবহন মন্ত্রী মদন মিত্র জেলে বন্দি থাকায় ধর্মঘট ও ট্যাক্সি চালকদের ‘নবান্ন’ অভিযান নিয়ে সমস্যার মুখে পড়েছে প্রশাসন।

তবে প্রশাসনের তরফে এই সমস্যা মোকাবিলা করার জন্য বেশি পরিমাণে বাস চালানোর কথা জানান হয়েছে।

তবে যাত্রীরা জানিয়েছেন শুক্রবার সকাল থেকেই কলকাতার রাস্তায় ট্যাক্সি খুব কম থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।