ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভা নির্বাচনে জেল থেকে ভোটে লড়বেন জঙ্গলমহলের ছত্রধর মাহাতো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
বিধানসভা নির্বাচনে জেল থেকে ভোটে লড়বেন জঙ্গলমহলের ছত্রধর মাহাতো

কলকাতা: জঙ্গলমহলে জনসাধারণের কমিটির সাবেক সম্পাদক জেলবন্দী ছত্রধর মাহাতো বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার ছত্রধর তার আইনজীবী কৌশিক সিনহার মাধ্যমে ঝাড়গ্রাম আদালতে ভোটে লড়ার জন্য আবেদন করেন।

বিচারক শেখ মহম্মদ রেজা সেই আবেদন মঞ্জুর করেন।

আইনজীবী কৌশিক সিনহা বৃহস্পতিবার জানিয়েছেন, ‘সন্ত্রাস, দুর্নীতি ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী মঞ্চের হয়ে প্রার্থী হচ্ছেন। ছত্রধর যেহেতু বিচারাধীন বন্দি, সাজা প্রাপ্ত নন তাই তিনি ভোটে লড়তে পারবেন। ’

এদিকে জনসাধারণের কমিটির এই নেতার ভোটে দাঁড়ানোর কথা ঘোষণায় অস্বস্তিতে তৃণমুল-কংগ্রেস জোট। জোটের ভোট কাটতেই ছত্রধরের এই সিদ্ধান্ত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

ভারতীয় সময়: ১৯১৫, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।