ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ তৈরির পরিকল্পনা কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ তৈরির পরিকল্পনা কলকাতায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একইসঙ্গে ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ বিল চালু করার কথাও জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত।



আগামী ২০১৭ সালের মধ্যে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা আছে বলে সোমবার (১৯ জানুয়ারি)  কলকাতায় এক আলোচনা সভায় জানান বিদ্যুৎমন্ত্রী।

সৌরবিদ্যুতের উপকারিতা সম্পর্কে বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত বলেন, এ প্রকল্পে ফাঁকা জমি লাগে না। ছাদের অব্যবহৃত অংশেই প্যানেল বসানো যায়।

তিনি জানান, এর ফলে বাড়ির জন্য ব্যবহৃত বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করা যাবে।

তামিলনাড়ু, গুজরাটে এ ধরনের প্রকল্প সফলভাবে চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশে উৎপাদিত বিদ্যুতের একটা বড় অংশ যথাযথ বণ্টনের কারণে নষ্ট হয়। সৌরবিদ্যুতে তা হওয়ার সুযোগ নেই।

প্রাথমিকভাবে কলকাতা, সল্টলেক এবং নিউটাউন উপনগরীতে এ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

জার্মানির এইচএনইউ বিশ্ববিদ্যালয়ের সাহায্যে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ১০টি গ্রাম নিয়ে সৌরবিদ্যুতের মিনিগ্রিড তৈরি করা যায় কি-না তা খতিয়ে দেখার কাজ শুরু হবে।

পশ্চিমবঙ্গ সরকার শিগগিরই ‘রুফটপ সৌরবিদ্যুৎ’ ব্যবস্থা নিয়ে নীতি ঘোষণা করতে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।