ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেগা স্টারদের নিয়ে বাংলাদেশ আসছেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মেগা স্টারদের নিয়ে বাংলাদেশ আসছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির ১৯ তারিখে বাংলাদেশে সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত‍ার সফরসঙ্গী হচ্ছেন পশ্চিমবঙ্গের শিল্পী সাহিত্যিক ও অভিনেতাদের একটি বড় দল।



সূত্রের খবর অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৩৭ জনের নাম পাঠানো হয়েছে। সবচেয়ে বড় চমক, এই দলে থাকতে চলেছেন সাবেক তৃণমূল সংসদ সদস্য কবীর সুমন।

যদিও এর আগে কবির সুমন বাংলাদেশ যেতে পারবেন না বলে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

এছাড়া সফরে থাকছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সংসদ সদস্য অভিনেতা দেব,  মুনমুন সেন ও প্রসেনজিৎ চক্রবর্তীর মতো মেগা স্টাররা। আরও থাকছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, পরিচালক গৌতম ঘোষ, গায়ক নচিকেতার সঙ্গে থাকছেন কবি সুবোধ সরকার, শান্তনু মহারাজ, কল্যাণী কাজী, ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায়, শিবাজি পাঁজার মতো পরিচিত শিল্পী সাহিত্যিকরা।

পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা যাবেন বলে সূত্রের মাধ্যমে খবর পাওয়া গেছে।

আরও জানা যায়, শিল্পপতিদের মধ্যে যাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া। এছাড়াও মুখ্য সচিব সঞ্জয় মিত্র, মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্যাল, মাঝারি ও ক্ষুদ্রশিল্প দপ্তরের সচিব রাজীব সিনহা।

থাকবেন বেশ কয়েকজন সাংবাদিকও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতি পেলেই সরকারিভাবে ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা। চারদিনের সফরে ১৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ঢাকায় হাজির হবেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।