ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে পালিত হচ্ছে নেতাজীর ১১৯তম জন্মদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
ভারতে পালিত হচ্ছে নেতাজীর ১১৯তম জন্মদিন নেতাজী সুভাষ চন্দ্র বোস

কলকাতা: পশ্চিমবঙ্গসহ গোটা ভারতজুড়ে পালিত হচ্ছে নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১১৯তম জন্মজয়ন্তী।

নেতাজীর জন্মদিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানান।

এক টুইটার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নেতাজীর দেশপ্রেম, সাহস ও লড়াই করার মানসিকতা দেশবাসীকে অনুপ্রাণিত করে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীরা নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। রাজ্যজুড়েই বিভিন্ন এলাকায় এদিন সকালে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বামদলগুলির পক্ষে ধর্মতলার নেতাজী মূর্তির পাদদেশ পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে। তারা নেতাজীর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।