ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

অমিতাভের ‘পদ্মবিভূষণ’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
অমিতাভের ‘পদ্মবিভূষণ’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা

কলকাতা: অমিতাভ বচ্চনকে ‘পদ্মবিভূষণ’ দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২৬ জানুয়ারি) এক ফেসবুক বার্তায় মমতা জানান, অমিতাভ বচ্চনকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া তার মতো মানুষের পক্ষে যথেষ্ট নয়।



এর আগে, অমিতাভ বচ্চনকে ‘পদ্মবিভূষণ’ সম্মানের জন্য মনোনীত করেছে ভারত সরকার।

মমতা মন্তব্য করেছেন, অবদানের নিরিখে বিচার করলে অমিতাভকে ‘ভারতরত্ন’ সম্মান দেওয়া উচিৎ।

গত বছরের ২৪ ডিসেম্বর ভারত সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও মদন মোহন মালব্যকে ‘ভারতরত্ন’ সম্মান দেবার কথা ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়:  ২১৫১  ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।