ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বিধানসভা নির্বাচনের দিন বন্ধ থাকছে হিলি স্থলবন্দর

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

দিনাজপুর: ভারতের ১৩তম বিধানসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর  দিয়ে আগামী ১৮ এপ্রিল আমদানী-রপ্তানী বন্ধ থাকবে।

তবে দু`দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।



হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব মো. শাহীন হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে পৌঁছেছে।

চিঠিতে জানানো হয়েছে ভারতের ১৩তম বিধানসভা নির্বাচন ২০১১ উপলক্ষে আগামী ১৮ এপ্রিল দু`দেশের এক্সপোর্ট-ইমপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ চিঠিটি গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১০৩২ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।