ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিচ্ছে কংগ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
১২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিচ্ছে কংগ্রেস

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জোটের বিরুদ্ধে দাঁড়ানো ১২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য কংগ্রেস।

এ তালিকায় কংগ্রেসের বেশ কয়েকজন কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন বলে কংগ্রেস সূত্রে জানা গেছে।



বুধবার পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা শাকিল আহমেদ বাংলানিউজকে বলেন, ‘তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে কংগ্রেসের ১২ জন বিদ্রোহী প্রার্থীর নাম আমাদের কাছে এসেছে। এর মধ্যে একজন আবার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধেই ফারাক্কা বিধানসভায় দাঁড়িয়েছেন। ’

এদিন তিনি আরও বলেন, ‘এদের বিরুদ্ধে দুয়েক দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে হাইকমান্ড। ‘

কংগ্রেসের আরও একটি সূত্র জানিয়েছে, দল যাদের বহিষ্কার করছে তার মধ্যে আছেন চিত্তরঞ্জন রায় এবং ফজলে হক। বর্তমানে এ দু’জনই বিধায়ক। এরা এবার জোটের কারণে প্রার্থী হতে পারেননি।

কিন্তু যাদের মদতে দলের নেতা-কর্মীরা নির্দলীয় প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে। কারণ অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, আবুল হাসেম খান চৌধুরী বা শঙ্কর সিংয়ের মতো হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দলই ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এমনটাই মনে করছে কলকাতার রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।