ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমুলের কালো টাকা নিয়ে সিবিআই তদন্তের দাবি বিজেপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

কলকাতা: কালো টাকা নিয়ে তৃণমূলের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া সিপিএম নেতা ও রাজ্যের মন্ত্রী গৌতম দেবের বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার সিবিআই তদন্ত দাবি করলো রাজ্য বিজেপি।

বিজেপির রাজ্য সম্পাদক রাহুল সিনহার দাবি, ‘তৃণমূলের বিরুদ্ধে গৌতম দেবের অভিযোগ সঠিক।

সত্যিই এবারের ভোটে তৃণমূল নজিরবিহীনভাবে কালো টাকা ছড়াচ্ছে তৃণমূল ভোট কেনার লক্ষ্যে। ’

বিজেপির রাজ্য সম্পাদক বলেছেন, ‘এই বিশাল কেলেঙ্কারির জট খুলতে সিবিআই তদন্তের ব্যবস্থা করতে হবে। যে কোনো ঘটনা ঘটলেই তৃণমূলনেত্রী সিবিআই সিবিআই বলে চিৎকার করেন।

এবার ওর দলের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ যখন উঠেছে তখন উনি নিজেই সিবিআইকে তদন্ত করতে ডাকুন না। তাহলেই সব সত্য ঘটনা জানা যাবে। ’

ভারতীয় সময়: ০২৩১ ঘন্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।