ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সিপিএমবিরোধী ছড়া

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
মমতার সিপিএমবিরোধী ছড়া

কলকাতা: বিধানসভা নির্বাচনে যখন সিপিএমের ছাত্র-যুবারা মিছিলে স্লোগান তুলছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তখন প্রতিটি জনসভায় ছড়া কেটে তার শক্ত জবাব দিচ্ছেন মমতা।

সিপিএমের ছাত্র-যুবারা বলছে, ‘দিদি থেকে দিদিমা-এবারও রাইর্টাস পেল না, কালিঘাটের ময়না-উন্নয়ন চায় না, ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল-ধ্বংস হবে তৃণমূল।



প্রত্যুত্তরে মমতা মুথরাপুরের জনসভায় মঞ্চে ওঠে ছড়া কাটলেন, ‘এক হাতে লাল ঝাণ্ডা-অন্য হাতে ডাণ্ডা। কেউ কিছু বললে পিটিয়ে করব ঠাণ্ডা। ’

উপস্থিত দর্শকরা আনন্দে চিৎকার করে ওঠলে তিনি আরও বলেন, ‘শক্তির সাথে ভক্তি দাও, ভক্তির সাথে মুক্তি দাও। ’

কুপন কেলেঙ্কারি আর কালো টাকা নিয়ে সিপিএমের অভিযোগে মমতার ছড়া, ‘টাকা দিলে টাকা নিন, ভোট বাক্সে সিপিএমকে উল্টে দিন। ’

এ সময় মমতা বলছেন, ‘আপনারা কি আর সিপিএম-কে চান?’  সমস্বরে জনতার আওয়াজ ওঠে, না। ’

তখন মমতা ছাড়া কাটেন আপন মনে, ‘কুলতলি থেকে রায়না, সিপিএম আর না। ’

প্রতিটি জনসভার শেষে মমতার শেষ ছড়া- ‘আর নেই দরকার, সিপিএম সরকার। ’

তারপরেই যোগ করেন- ‘এবারে দরকার, তৃণমূলের সরকার। ’

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।