ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে নান গণধর্ষণ, আরও একজন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, মার্চ ১৭, ২০১৫
ভারতে নান গণধর্ষণ, আরও একজন গ্রেফতার

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৭১ বছর বয়সী নান গণধর্ষণকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।



গত শুক্রবার গভীর রাতে নদীয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট অব জেসাস মেরির ওই নান গণধর্ষণের শিকার হন। ঘটনার রাতে সাত থেকে আটজনের একদল দুষ্কৃতকারী স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে ১২ লাখ টাকা লুট করে এবং ওই নানকে গণধর্ষণ করে।

এর আগে এ ঘটনায় আট থেকে দশজনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মিশনারিরা গ্রেফতারকৃত ব্যক্তিকে অন্যতম অভিযুক্ত বলে চিহ্নিত করেছেন। পুলিশের প্রকাশিত ছবির সঙ্গেও ওই ব্যক্তির মিল আছে বলে দাবি করেছে পুলিশ।

তবে পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে এখনও গ্রেফতারের বিষয়ে কিছু বলা হয়নি।

এদিকে গণধর্ষণের ৭২ ঘণ্টা কেটে গেলেও মূল অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় রানাঘাট ব্যবসায়ীরা হরতাল পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৫

** বৃদ্ধা নানকে গণধর্ষণ, ঘটনাস্থলে যাচ্ছেন মমতা
** ক্ষোভের মুখে মমতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।