ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চতুর্থ দফা নির্বাচনে ৫৬ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার চতুর্থ দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ৫৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে নাগরিক সংগঠন ইলেকশন ওয়াচ।

তাদের প্রকাশিত তথ্য থেকে দেখা গেছে, চতুর্থ দফার ভোটে ১১০টি কেন্দ্রে মোট ৩৪৮ জন প্রার্থীর মধ্যে ৫৬ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, জোর করে টাকা আদায় ও চুরির মতো গুরুতর অভিযোগ রয়েছে।



তথ্যে আরও বলা হয়েছে, এই পর্বে ২০ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। এর মধ্যে ১৪ জন তৃণমূলের, বিজেপি ও সিপিএমের দুই জন করে ও সমাজবাদী পার্টির এক জন।

হুগলি জেলার খানাকুলের তৃণমূলের প্রার্থী ইকবাল আহমেদ’র সম্পদের পরিমাণ সবচেয়ে বেশী। সাত কোটি রুপি।

দ্বিতীয় স্থানে আছেন হাওড়ার উলুবেড়িয়ার জোট প্রার্থী আজিজ সফি। তার সম্পদের পরিমাণ পাঁচ কোটি ৩৪ লাখ রুপি।

সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে প্রার্থী স্বদেশ রঞ্জন নায়েকের সম্পদ আছে আড়াই কোটি রুপির।

অন্যদিকে বাঁকুড়ার কোতলপুরে এসএউসি প্রার্থী মোহন সাঁতরার কোনো সম্পদই নেই।

ওই জেলারই শালতোড়ার সিপিএম প্রার্থী ষষ্ঠিচরণ বাউড়ির সম্পদের পরিমাণ মাত্র ৬শ’ রুপি।

এই পর্বে ছয় জন প্রার্থীর ২৫ লাখ থেকে ৯৩ লাখ রুপি ঋণ রয়েছে। ১৭২ জন প্রার্থী কোনো আয়কর দেন না।

শিক্ষার হারেও রয়েছে বৈচিত্র। নয় জন প্রার্থী রয়েছেন ডক্টরেট যোগ্যতার। উর্টো দিকে নিরক্ষর রয়েছেন একজন। শুধু মাত্র স্বাক্ষর জ্ঞানসম্পন্ন প্রার্থী রয়েছেন তিন জন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।