ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা মঙ্গলবার

কলকাতা: পশ্চিমবঙ্গের পুরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে মঙ্গলবার (২৮ এপ্রিল)। এদিন সকাল থেকেই কলকাতা পুরসভা সহ পশ্চিমবঙ্গের ১৬ জেলার ৯১টি পৌরসভার নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।



যদিও এ নির্বাচনে বিরোধী দলগুলির পক্ষ থেকে ব্যাপক সন্ত্রাস এবং অনিয়মের অভিযোগ করা হয়েছে। এছাড়া ভোট পরবর্তী সন্ত্রাসেরও অভিযোগ করেছে জাতীয় কংগ্রেস, বিজেপি ও সিপিএম।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুপুরের মধ্যেই জেলাগুলোর এবং বিকেলের মধ্যেই সব ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।