ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে শেয়ার বাজারে ব্যাপক পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ৬, ২০১৫
ভারতে শেয়ার বাজারে ব্যাপক পতন ছবি: সংগৃহীত

কলকাতা: গত চারমাসের মধ্যে বুধবার (০৬ মে) মুম্বাইয়ের সেনসেক্সের সূচক সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এদিন সেনসেক্স’র সূচক পতন ঘটেছে ৬০০ পয়েন্টের বেশি।

অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক পড়েছে ২০০ পয়েন্টের বেশি।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলারের দাম কমে যাওয়া পতনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

‍এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়াও পতনের অরেকটি কারণ বলে জানাচ্ছে শেয়ার বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো।

বুধবার বাজার শুরুর পর থেকেই সূচক পড়তে থাকে। ভারতের ব্লু-চিপ শেয়ারগুলোর দামেও যথেষ্ট পতন লক্ষ্য করা যায়।

অন্যদিকে, ভারতের মুদ্রাবাজার চালুর সঙ্গে সঙ্গে ডলারের বিপরীতে রুপির দাম কিছুটা বাড়লেও, শেয়ার বাজারে পতন শুরুর পর রুপির দামও পড়তে শুরু করে।
তবে স্বর্ণ ও রুপার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

আগামী কয়েকদিন ভারতের শেয়ার বাজারে মন্দাভাব থাকতে পারে বলে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ০৬, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।