ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুন ৪, ২০১৫
কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (০৪ জুন) পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন প্রাঙ্গণ থেকে তিনি এ নতুন বাস সার্ভিসের উদ্বোধন করেন।



এ সময় মমতা এ বাসরুটের শুভযাত্রা কামনা করে বাসযাত্রীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আগামী দিনে জলপথেও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। দু’দেশের ভাষা,সংস্কৃতি, ঐতিহ্য এক। তাই দু’দেশের মধ্যে বেশি করে যোগাযোগ গড়ে তোলা উচিত।

অনুষ্ঠানে উপস্থিত কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ বলেন, এটা শুধু একটি বাস পরিষেবা নয়। এটা দুই দেশের মধ্যে সৌহার্দের চিহ্ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, নীলাঞ্জন শাণ্ডিল্য, অনিন্দিতা কাজী, ইন্দ্রনীল সেন প্রমুখ।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম বাসটিতে যাত্রী হন অরূপ বিশ্বাস, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং সংবাদ মাধ্যেমের বেশ কয়েকজন প্রতিনিধি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ০৪ জুন, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।