ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বিজিবি-বিএসএফ বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ৮, ২০১৫
কলকাতায় বিজিবি-বিএসএফ বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সীমান্তে নিরাপত্তা ও যৌথ কিছু বিষয় সামনে রেখে কলকাতায় সোমবার (৮ জুন) এক বৈঠকে মিলিত হলেন ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা।

বাংলাদেশের পক্ষে বিজিবির ১৯ সদস্যের দলের নেতৃত্বে দেন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল, রিজিওন কম্যান্ডার- সাউথ ওয়েস্টার্ন রিজিওন, যশোর, ডি জি এম শহীদুল ইসলাম।



ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ২১ জনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সন্দীপ সালুখে (আইপিএস)।

দুই বাহিনীর মধ্যে পারস্পারিক সমন্বয় উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।

আগামী ৯ ও ১০ জুন বিজিবির প্রতিনিধি দল উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার পরিদর্শনে যাবেন। বিজিবির দলটি বাংলাদেশে ফিরবে ১১ জুন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।