ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের মাদুর, ডোকরা যাচ্ছে প্যারিসে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
পশ্চিমবঙ্গের মাদুর, ডোকরা যাচ্ছে প্যারিসে

কলকাতা: পশ্চিমবঙ্গের কুটির শিল্পের পণ্য এবার প্যারিস যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার কুটির শিল্পের কারিগররা তাদের নিজ হাতে তৈরি পণ্য প্রদর্শন করবেন প্যারিসের হস্তশিল্প উৎসবে।



মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিশ্ববঙ্গ’ পরিকল্পনার অন্যতম লক্ষ্য পশ্চিমবঙ্গের কুটিরশিল্পকে বিশ্ব বাজারে পৌঁছে দেওয়া। এ পরিকল্পনার অংশ হিসেবে রাজ্যের কুটিরশিল্পের কারিগররা এ প্রদর্শনীতে অংশ নেবেন।

ইউনেস্কোর আমন্ত্রণে এ প্রদর্শনীতে রাজ্যের মাদুর-ডোকরা শিল্পের পণ্য উদর্শিত হবে। ‌ প্রদর্শনীতে অংশ নিতে আগামী মাসেই প্যারিসে যাবেন পশ্চিমবঙ্গের  হস্তশিল্পীরা। ‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন 'নবান্নে’ এ কথা জানান।

৬ জুলাই থেকে ২৬ জুলাই প্যারিসে এ হস্তশিল্প উৎসব অনুষ্ঠিত হবে। এরপর ২৮ জুলাই সেখানে পশ্চিমবঙ্গের হস্তশিল্প নিয়ে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পটচিত্র, ছৌ, মৃৎশিল্প, ডোকরা, মাদুরের মতো ১০ রকম জনপ্রিয় হস্তশিল্পের সম্ভার দেখা যাবে প্রদর্শনীতে।

পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এতে রাজ্যের হস্তশিল্প বিশ্বের দরবারে জনপ্রিয়তা পাবে এবং কুটিরশিল্পীরা তাদের রোজগারের নতুন রাস্তা খুঁজে পাবেন। বিশ্বের বিভিন্ন দেশের হস্তশিল্পীদের সঙ্গে মিলিত হয়ে ও তাদের কাজ দেখে আরও সমৃদ্ধ হবেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।

ইউরোপের মানুষের কাছে রাজ্যের হস্তশিল্পকে পৌঁছে দিতে এ প্রদর্শনীকে গুরুত্বের সঙ্গে দেখছে পশ্চিমবঙ্গ সরকার।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ২৮ জুন, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।