ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের পাহাড়ে ধসে নিহত ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
পশ্চিমবঙ্গের পাহাড়ে ধসে নিহত ৮

কলকাতা: টানা বৃষ্টিতে বড়সড় ধসের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে। দার্জিলিং, কালিংপং, মিরিখসহ বেশ কিছু জায়গায় পাহাড় ধসে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর সংখ্যক ঘরবাড়ি।

শিলিগুড়ি থেকে দার্জিলিঙের গ্রামীণ এলাকা, মিরিখ, কার্শিয়াংসহ পাহাড়ের বড় অংশের সঙ্গে যোগাযোগও রয়েছে অনেকটা বিচ্ছিন্ন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত থেকে ধসের ফলে প্রায় সব সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

উদ্ধারকারী দল বিপর্যস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করলেও আবহাওয়া খারাপ থাকায় তা পুরোপুরি সম্ভব হচ্ছে না। সরকারিভাবে এখনো পর্যন্ত ঘোষণা করা না হলেও স্থানীয় সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।