ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বন্ধ জি নেটওয়ার্কের চ্যানেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
কলকাতায় বন্ধ জি নেটওয়ার্কের চ্যানেল

কলকাতা: কলকাতায় প্রায় তিরিশ লাখ কেবল নেটওয়ার্ক গ্রাহকের মধ্যে পাঁচ লাখেরও বেশি গ্রাহক দেখতে পাচ্ছেন না ‘জি’ নেটওয়ার্কের কোনো চ্যানেল।

গত দু’দিন ধরে কলকাতার দর্শকদের একটি বড় অংশ এ সমস্যার শিকার হচ্ছেন বলে গেছে।



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেবল পরিষেবা প্রদানকারী সংস্থা ও ব্রডকাস্টারদের মধ্যে ব্যবসায়িক সমস্যার ফলেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি মাসের প্রথম দিন থেকে এ সমস্যার শুরু হয়।

টেলিভিশনে প্রিয় অনুষ্ঠানগুলো দেখতে না পারার ফলে গ্রাহকদের স্বার্থে কেবল অপারেটরদের সংগঠন শুক্রবার (০৩ জুলাই) আইনের পথে যাবার হুমকি দিয়েছে।

এদিকে, জি নেটওয়ার্কের গ্রাহকরা জানিয়েছেন, এ বিষয়ে পরিষেবা প্রদানকারী সংস্থাকে ফোন করলেও, তারা কোনো সদুত্তর পাননি।

আরও জানা গেছে, একই সমস্যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে সোনি গ্রুপের চ্যানেলগুলোও বন্ধ হতে চলেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।