ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ইফতার অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ইফতার অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) উপ-হাইকমিশন চত্বরে এর আয়োজন করা হয়।



ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধায়ক  সাধন পান্ডে, সংসদ সদস্য সুগত বসু, লোকসভার সাবেক  সদস্য কৃষ্ণা বসুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এছাড়া নেপাল, থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাসহ ভারত ও বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ জানান, ইফতার একটি পবিত্র ও আনন্দের অনুষ্ঠান। প্রতি বছরই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে তিনি সবাইকে আগাম শুভেচ্ছা জানান। দুইদেশের মানুষের শান্তি কামনা করেন তিনি।

অনুষ্ঠানে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি কমার্স বিভাগের সাইফুল ইসলামের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

এছাড়া উপস্থিত সবাই একে অন্যের সঙ্গে রমজান উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫, আপডেট ২৩২৬
এসএস/আ‌ইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।