ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পুলিশের ওয়েবসাইট হ্যাকড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
পশ্চিমবঙ্গে পুলিশের ওয়েবসাইট হ্যাকড ছবি: প্রতীকী

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলার মুখ’ ওয়েবসাইট হ্যাকডের পর এবার হ্যাকড হলো পুলিশ কমিশনারেটের ওয়েবসাইট।

সোমবার (১৩ জুলাই) দফায় দফায় হাওড়া পুলিশ কমিশনারেটের ওয়েবসাইট হ্যাকড হয়।



হ্যাকডের ঘটনা প্রথম নজরে আসে এক ছাত্রের। সেই ছাত্র পুলিশকে ঘটনাটি জানান।

তদন্তে নেমে পুলিশ দেখতে পায়, ওয়েবসাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনারের নামেও কটুক্তি করা হয়।

খবর পেয়েই পুলিশের সাইবার ক্রাইম দফতর কাজে নেমে পড়ে।

জানা গেছে, প্রথমবার উদ্ধার করা গেলেও, আবার হ্যাকড হয়।

যে ছাত্রটি পুলিশকে খবর দেন, তার সঙ্গে পুলিশ কর্তারা কথা বলবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।