ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুরীতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫২, জুলাই ১৯, ২০১৫
পুরীতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু

ঢাকা: পুণ্যভূমি পুরীতে রথের দড়ি টানতে গিয়ে পদপিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। ভক্ত ওই দুই নারী প্রভু জগন্নাথ দেবের রথের দড়ি টানতে গিয়েছিলেন।



শনিবার (১৮ জুলাই) হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা শুরু হয়। ফিরতি রথ যাত্রা ২৬ জুলাই।

তিন কিলোমিটার দড়ি ধরে বলভদ্রের রথযাত্রার পথ পেরুতে গিয়ে আধা কিলোমিটার যেতেই হিন্দি হাইস্কুলের কাছে ভিড়ের চাপে মাটিতে পড়ে যান ওই দুই নারী। এদের একজনের বয়স ৬৪ এবং অন্যজনের বয়স ৪৫।

অন্যদিকে ভিড়ের চাপে এবং ধাক্কা লেগে পশ্চিমবঙ্গে এক নারী এবং এক প্রৌঢ়ার মাথা ফাটা ছাড়া আর কোনো অঘটন ঘটেনি। এ ব্যাপারে খুবই সজাগ ছিলেন উড়িষ্যা বিজেডি সরকারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

মন্দিরের পাশে সূচনাকেন্দ্রে রাজ্যপাল এস সি জামিরকে পাশে নিয়ে রথযাত্রা দেখা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবীন পট্টনায়েক। পরে দুজনেই রথের দড়িতে হাত লাগান।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।