ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৬৮ মোমের আলোয় ছিটমহল হস্তান্তর শুক্রবার রাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
৬৮ মোমের আলোয় ছিটমহল হস্তান্তর শুক্রবার রাতে

কলকাতা: মোম আর মশালের আলোয় ছিটমহল হস্তান্তরের দিনটিকে আলোকিত করে রাখতে চলেছেন বাংলাদেশ-ভারতের ছিটমহলের বাসিন্দারা।

ভারতীয় অংশে জনবসতিপূর্ণ ৩২ ছিটমহলের প্রতিটি বাড়িতে জ্বলবে ৬৮টি করে মোমবাতি।



৬৮ বছরের লড়াই-সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে প্রত্যেক বাড়িতে ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। সঙ্গে থাকবে একটি করে মশাল।

বুধবার (২৯ জুলাই) সংশ্লিষ্ট ছিটমহলের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মোমবাতি প্রজ্জ্বলনের পাশাপাশি স্মরণ করা হবে সেই সব মানুষকে যারা বর্তমানে জীবিত না থাকলেও একসময় ছিটমহল আন্দোলনের শুরু দিকে নিবেদিত ছিলেন।

জানা গেছে,  ৩১ জুলাই রাত ১২ টা ১ মিনিটে ছিটমহলের সব বাড়িতে একইসঙ্গে জ্বলে উঠবে ৬৮টি করে মোমবাতি।   সঙ্গে জ্বলবে একটি মশাল।

সূত্র জানায়, ২০১১ সালে  এসব ছিটমহলে ১৪ হাজার ২১৫ জন মানুষের বাস ছিল। বর্তমানে সেখানে ৯৫০ জন বাসিন্দা বেড়েছে।

এছাড়া বাংলাদেশের ভেতরে ভারতীয় ছিটমহল থেকে এখানে ৯৭৯জন এসেছেন।

এদিকে নিজেদের স্বাধীন ও স্বতন্ত্র পরিচয়ে পরিচিত হওয়ার ক্ষণকে উদযাপন করতে এরই মধ্যে ছিটমহল জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।

তাদের আনন্দ আর উচ্ছ্বাস দেখে মনে হতেই পারে যেন দ্বিতীয় স্বাধীনতা লাভ করছেন তারা।

** ছিটমহলে ভারতীয় পতাকা নামছে ৩১ জুলাই মধ্যরাতে

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।