ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের সাথে যুক্ত হতে চলা ৫১ টি ছিটমহলের তালিকা

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
ভারতের সাথে যুক্ত হতে চলা ৫১ টি ছিটমহলের তালিকা

চ্যাংরাবান্দা থেকে: ছিটমহল হস্তান্তরের ফলে ভারত পাচ্ছে ৫১টি ছিটমহল। ১ আগস্ট থেকে এই ছিটমহলগুলোকে ভারতের অঙ্গ হিসেবে গণ্য করা হবে।

১ আগস্ট থেকে ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন এই ছিটমহলের বাসিন্দারা। যে ৫১টি ছিটমহল ভারতে সংযুক্ত হচ্ছে সেগুলোর মোট জমির আয়তন ৭১১০.০২ একর। ভারতে যুক্ত হতে চলা ৫১টি ছিটমহলের তালিকা তাদের জমির মাপ ও অবস্থানসহ প্রকাশ করা হোলো-

১) ছিট কুচলিবাড়ি        মেখলিগঞ্জ        ৩৭০.৬৪ আয়তন (একর)
২) ছিট কুচলিবাড়ি        মেখলিগঞ্জ        ১.৮৩ আয়তন (একর)
৩) বালাপুখরি        মেখলিগঞ্জ        ৩৩১.৬৪ আয়তন (একর)
৪) ছিট পানবাড়ি ২নং    মেখলিগঞ্জ        ১.১৩ আয়তন (একর)
৫) ছিট পানবাড়ি        মেখলিগঞ্জ        ১০৮.৫৯ আয়তন (একর)
৬) ধবলসতী মৃর্গীপুর    মেখলিগঞ্জ        ১৭৩.৮৮ আয়তন (একর)
৭) বামনদল            মেখলিগঞ্জ        ২.২৪ আয়তন (একর)
৮) ছিট ধবলসতী        মেখলিগঞ্জ        ৬৬.৫৮ আয়তন (একর)
৯) ধবলসতী            মেখলিগঞ্জ        ৬০.৪৫ আয়তন (একর)
১০) শ্রীরামপুর           মেখলিগঞ্জ        ১.০৫ আয়তন (একর)
১১) জোত নিজজমা    মেখলিগঞ্জ        ৮৭.৫৪ আয়তন (একর)
১২) ছিট জগতবেড় ৩নং    মাথাভাঙা        ৬৯.৮৪ আয়তন (একর)
১৩) ছিট জগতবেড় ১নং    মাথাভাঙা        ৩০.৬৬ আয়তন (একর)
১৪) ছিট জগতবেড় ২নং    মাথাভাঙা        ২৭.০৯ আয়তন (একর)
১৫) ছিট কোকোয়াবাড়ি    মাথাভাঙা        ২৯.৪৯ আয়তন (একর)
১৬) ছিট বন্দরদহ           মাথাভাঙা        ৩৯.৯৬ আয়তন (একর)
১৭) ধবলগুড়ি           মাথাভাঙা        ১২.৫০ আয়তন (একর)
১৮) ছিট ধবলগুড়ি     মাথাভাঙা        ২২.৩১ আয়তন (একর)
১৯) ছিট ধবলগুড়ি ১নং    মাথাভাঙা        ২৬.৮৩ আয়তন (একর)
২০) ছিট ধবলগুড়ি ২নং    মাথাভাঙা        ১৩.৯৫ আয়তন (একর)
২১) ছিট ধবলগুড়ি ৩নং    মাথাভাঙা        ১.৩৩ আয়তন (একর)
২২) ছিট ধবলগুড়ি ৪নং    মাথাভাঙা        ৪.৫৫ আয়তন (একর)
২৩) ছিট ধবলগুড়ি ৫নং    মাথাভাঙা        ৪.১২ আয়তন (একর)
২৪) মহিষমারি            শীতলখুচী        ১২২.৭৭ আয়তন(একর)
২৫) বুড়াসারাডুবি         শীতলখুচী        ৩৪.৯৬ আয়তন(একর)
২৬) ফলনাপুর            শীতলখুচী        ৫০৬.৫৬ আয়তন(একর)
২৭) অামজল             শীতলখুচী        ১.২৫ আয়তন(একর)
২৮) কিশমৎ বাত্রিগাছ    দিনহাটা        ২০৯.৯৫ আয়তন(একর)
২৯) দুগার্পুর               দিনহাটা        ২০.৯৬ আয়তন(একর)
৩০) বাশুঁয়া খামার গিতালদহ,দিনহাটা        ২৮.৫৪ আয়তন(একর)
৩১) পোয়াতুর কুঠি       দিনহাটা        ৫৮৯.৯৪ আয়তন(একর)
৩২) পশ্চিম বাকালির ছড়া    দিনহাটা        ১৫১.৯৮ আয়তন(একর)
৩৩) মধ্য বাকালির ছড়া    দিনহাটা        ৩২.৭২ আয়তন(একর)
৩৪) পূর্ব বাকালির ছড়া    দিনহাটা        ১২.২৩ আয়তন(একর)
৩৫) মধ্য মশাল ডাঙা    দিনহাটা        ১৩৬.৬৬ আয়তন(একর)
৩৬) মধ্য ছিট মশাল ডাঙা    দিনহাটা    ১১.৮৭ আয়তন(একর)
৩৭) পশ্চিম মশাল ডাঙা  দিনহাটা        ৭.৬০ আয়তন(একর)
৩৮) উত্তর মশাল ডাঙা   দিনহাটা        ২৭.২৯ আয়তন(একর)
৩৯) কাচুয়া                দিনহাটা        ১১৯.৭৪ আয়তন(একর)
৪০) উত্তর বাঁশজানি      তুফানগঞ্জ        ৪৭.১৭ আয়তন(একর)
৪১) ছিট তিলই           তুফানগঞ্জ        ৮.৫৬ আয়তন(একর)
৪২) নলগ্রাম ১,২,৩      শীতলখুচী        ১৩৯৭.৩৪ আয়তন(একর)
৪৩) ছিটনলগ্রাম ১,২    শীতলখুচী        ৪৯.৫০ আয়তন(একর)
৪৪) বাত্রিগাছ ১,২       দিনহাটা        ৫৭৭.৩৭ আয়তন(একর)
৪৫) করলা ১,২,৩       দিনহাটা        ২৬৯.৯১ আয়তন(একর)
৪৬) শিবপ্রসাদ মুস্তাফী ১,২    দিনহাটা        ৩৭৩.২০ আয়তন(একর)
৪৭) দক্ষিণ মশালডাঙা ১,২,৩,৪,৫,৬    দিনহাটা        ৫৭১.৩৮ আয়তন(একর)
৪৮) পশ্চিম মশাল ডাঙা ১,২    দিনহাটা        ২.৪৯ আয়তন(একর)
৪৯) পূর্ব ছিট ১,২ মশাল ডাঙা   দিনহাটা        ৩৫.০১ আয়তন(একর)
৫০) পূর্ব মশালডাঙা ১,২        দিনহাটা        ১৫৩.৮৯ আয়তন(একর)
৫১) উত্তর ধবলডাঙা ১,২,৩    তুফানগঞ্জ        ২৪.৯৮ আয়তন(একর)

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
ভিএস/জেডএম

** ছিটমহলবাসীর জন্য প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
** বিলুপ্ত হচ্ছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।