ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সদ্য বিলুপ্ত ছিটের দলিল হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
সদ্য বিলুপ্ত ছিটের দলিল হস্তান্তর

কলকাতা: বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন ভূখণ্ড হিসেবে যোগ হওয়া ছিটমহলগুলোর ল্যান্ড রেকর্ড (দলিল) হস্তান্তর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় দু’দেশের প্রতিনিধিদের মধ্যে এ দলিল হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।



এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের হেড অব চ্যান্সেলর আনোয়ারুল ইসলামসহ ১৭ জনের প্রতিনিধি দল।

ভারতের পক্ষে ছিলেন কোচবিহারের ডিসি ডি উলাঙ্গা নাথান ও তার দল। ভারত-বাংলাদেশ জয়েন্ট কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

এখন চলছে মিটিং। এতে বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক ৯৮৯ জন কবে-কীভাবে কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন তা নিয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশে যুক্ত হওয়া ১১১টি ও ভারতে যুক্ত হওয়া নতুন ৫৫টি ভূখণ্ডের বিভিন্ন দিক নিয়ে কথা হবে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।