ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রদের পাশে মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রদের পাশে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ভারতের পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত একমাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন এ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে এই ইনস্টিটিউটে আন্দোলন করছেন তারা।

সংশ্রিষ্টরা জানান, ভারত সরকার অভিনেতা গজেন্দ্র চৌহানকে এই ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে নির্বাচিত করেন। কিন্তু গজেন্দ্র চৌহান শাসক দলের রাজনীতির সঙ্গে যুক্ত।

তাই এ নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন বলিউডের নামকরা পরিচালক, অভিনেতা এবং কলাকুশলীরা।

আন্দোলনকে সমর্থন দিয়েছেন জাতীয় কগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিসহ ভারতের আরও কয়েকজন রাজনীতিক। সমর্থন দিয়েছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র-ছাত্রীরাও। এবার তাদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯ আগস্ট বুধবার দিনগত রাতে আন্দোলনরত ছাত্রদের কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর আন্দোলন আরও চূড়ান্ত রূপ লাভ করে।

মমতা এক বার্তায় বলেন,‘এই মুহূর্তে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিৎ। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২১ , ২০১৫
ভিএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।